ধামরাইয়ে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় লিয়াকত হোসেন (৩৬) নামে এক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ডিএমপির পিওএম শাখায় দায়িত্ব পালন করতেন।
পুলিশ জানায়, নিহত লিয়াকত হোসেন তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি বান্নাখোলার দিকে যাচ্ছিলেন। তিনি ধামরাই-বান্নাখোলা আঞ্চলিক সড়কের ভাড়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই লিয়াকত হোসেন মারা যান ও তার স্ত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক কিংবা চালককে আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।