লক্ষ্মীপুরে ৪ বাড়ি লকডাউন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সদর ও রামগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৮৫ বছরের এক বৃদ্ধ ও ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারটি বাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, সদর উপজেলা হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপুর গ্রামে ওই বৃদ্ধ গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও গলা ব্যথায় ভুগছিলেন। দু’দিন আগে সদর হাসপাতালের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার (১৯ জুন) সকালে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

এদিকে, গত দু’দিন ধরে করোনা উপসর্গে অসুস্থ থাকার পর শুক্রবার সকালে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নে বাড়িতেই ওই যুবকের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ মরদেহগুলো থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধ ও যুবকের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের ও আশপাশের চারটি বাড়ি লকডাউনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জেলার পাঁচটি উপজেলায় শুরু থেকে এ পর্যন্ত চিকিৎসক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এছাড়া ৯ জন মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ২৫৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে হাসপাতাল ও হোম আইসোলেশনে ২৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।