খুমেক ল‌্যাবে এক‌দিনে সর্বোচ্চ ১৪০ জনের করোনা শনাক্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৪০ জনের করোনা পজে‌টিভ হয়েছে। এ নিয়ে খুলনা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৫ জনে।

শুক্রবার (১৯ জুন) পিসিআর মেশিনে ৩৭৭ টি নমুনা টেস্ট হয়েছে। খুলনার নমুনা ছিলো ৩৫৮টি, বাকিগুলো অন‌্যজেলার নমুনা।

বিজ্ঞাপন

খুলনা মেডিকেল কলেজের অধ‌্যক্ষ অধ‌্যাপক ডা. মো. আব্দুল আহাদ বলেন, খুমেকের পিসিআর ল্যাবে শুক্রবার ৩৭৭টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে ১৪০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

তি‌নি আরও বলেন, পজেটিভ রিপোর্টে খুলনায় ১৩৩, যশোর ১টি, নড়াইল ২‌টি ও বা‌গেরহাটের ৩টি ও পিরোজপুরের ১‌টি।

বিজ্ঞাপন

খুলনা বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, সর্বশেষ তথ‌্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী পাওয়া গিয়েছে ১৯২৫ জনের। সুস্থ হয়েছে ৫১৬ জন ও বিভাগে এ পর্যন্ত মৃত‌্যুবরণ করেছে ২৬ জন।