কবি সুফিয়া কামালের জন্মদিন আজ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কবি সুফিয়া কামাল

কবি সুফিয়া কামাল

দেশের নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের আজ জন্মদিন। আজ তার ১০৯তম জন্মবার্ষিকী। ১৯১১ সালের এইদিনে (২০ জুন) তিনি জন্মগ্রহণ করেন।তিনি আমৃত্যু মুক্তবুদ্ধি চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করে গেছেন।

সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেছেন, দেশ, প্রকৃতি, গণতন্ত্র, সমাজ-সংস্কার, নারীমুক্তি এবং শিশুতোষ রচনাসহ বিভিন্ন বিষয়ে বেগম সুফিয়া কামালের লেখনি আজও পাঠককে আলোড়িত করে।

বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে কবি সুফিয়া কামালের বিশেষ ভূমিকা ছিল।

বিজ্ঞাপন

বরিশালের শায়েস্তাবাদের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি নারীমুক্তি, মানবমুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করে গেছেন। একুশে পদক, স্বাধীনতা পদকসহ ৫০টির বেশি পুরস্কার পেয়েছেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মারা যান তিনি।