চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

জামালপুরের সরিষাবাড়ীতে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর থেকে হাফিজুর রহমান নামে ৩৫ বছর বয়সী ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

হাফিজুর রহমান টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতরা ইউনিয়নের বাশনাগইর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের মা হাসনা বেগম জানান, শুক্রবার দুপুরে হাফিজুর অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাতে আর বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জোয়াহের হোসেন খান বলেন, ‘লোকমুখে অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’