সাভারে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের সময় আটক ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের সময় আটক ৪

সাভারে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের সময় আটক ৪

সাভারে অভিযান চালিয়ে চোরাই প্রাইভেটকার ক্রয়-বিক্রয়ের সময় চোর চক্রের ৪ সদস্য আটক হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিপিসি-২ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ ।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে সাভার মডেল থানা রোডের অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় একটি চোরাই প্রাইভেটকার উদ্ধার করা হয়।

আটকরা হলো- সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ আলী নয়ন (৪০), সাভার বাজার বাসস্ট্যান্ডের উত্তম ঘোসামীর ছেলে পাপ্পু খান (২৩) রাজধানীর মোহাম্মদপুরের ১১/১৬ সলিমুল্লাহ রোডের মাহাবুব আলমের ছেলে মো. আরিফ আল রহমান (৩১) ও সাভারের মোকমাপড়ার মৃত মনোরঞ্জন রাজ বংশীর ছেলে উত্তম রাজ বংশী (৩৫)।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রাইভেটকার ক্রয়-বিক্রয়ের সময় চোর সন্দেহে হাতেনাতে ৪ জনকে আটক করা হয়। এসময় কালো রঙের একটি (MITSUBISHI CBA-C52A STIEZ) প্রাইভেটকার যার রেজি. নং ঢাকা মেট্রো-গ-২৭-০৭৫৬, ইঞ্জিন নং-4G15-DS1025, চেচিস নং- CS2A-0701412 ও ১০০ টাকা মূল্যের ৩টি স্ট্যাম্প উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ জানান, ফৌজদারি কার্যবিধি মোতাবেক তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।