বগুড়ায় ৮ মামলার আসামি গ্রেফতার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতারকৃত ৮ মামলার আসামি

গ্রেফতারকৃত ৮ মামলার আসামি

বগুড়ায় আট মামলার পলাতক আসামি কুখ্যাত গরু চোর নুরুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৩ জুলাই) শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এলাকার কুখ্যাত গরু চোর নুরুল ইসলামকে রোববার (১২ জুলাই) রাতে মহাস্থান এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার নামে ৮টি মামলা রয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম জানায় দলবল নিয়ে গরু চুরি করতে যাওয়ার সময় নিজেদের নিরাপত্তার জন্য অবৈধ অস্ত্র রাখে। রাত তিনটার দিকে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান গ্রেফতারকৃত নুরুল ইসলামকে সাথে নিয়ে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির ছাদের উপর ইটের স্তূপে লুকিয়ে রাখা একটি ওয়ান শুটার গান ২ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।