দালালের সহায়তায় দেশত্যাগের চেষ্টা সাহেদের
বার বার অবস্থান পরিবর্তনের কারণে বেশ কয়েকবার প্রতারক রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের কাছাকাছি গিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সাতক্ষীরায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার (১৪ জুলাই) রাত ২টা থেকে অভিযান চালায় র্যাব। অবশেষে বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বুধবার (১৫ জুন) সকাল ৯টায় সাহেদকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনার পর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে এসব কথা জানান র্যাবের এডিজি অপারেশন কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার।
তিনি জানান, বার বার অবস্থান পরিবর্তনের কারণে সাহেদের কাছাকাছি কয়েকবার পৌঁছানো সম্ভব হলেও তাকে গ্রেফতার করা যায়নি। গত ৯ দিনের টানা চেষ্টার পর অবশেষে বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ‘সাহেদ স্থানীয় দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন। আমরা কিছু দালালের নাম পেয়েছি, এগুলো নিয়ে আমরা কাজ করছি। তিনি বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।’
তোফায়েল মোস্তফা সারোয়ার বলেন, ‘সাহেদের অবস্থান নিশ্চিত হওয়ার পর রাত ২টার দিকে আমরা সাতক্ষীরায় অভিযান শুরু করি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
আরও পড়ুন: রিজেন্টের মালিক সাহেদকে ধরতে অভিযান চলছে: র্যাব
অতঃপর রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
করোনা টেস্ট না করেই রিপোর্ট, রিজেন্ট হাসপাতালের ৮ জন আটক
রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালার প্রস্ততি
রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখার ৪৫ লাখ টাকা ভাড়া বাকি