রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

  • জাবি কসেপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুক্তিযোদ্ধা আবদুল হাই

মুক্তিযোদ্ধা আবদুল হাই

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

শুক্রবার (১৭ জুলাই) এক বার্তায় অধ্যাপক ফারজানা ইসলাম এ শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শোক বার্তায় অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই-এর প্রয়াণে জাতি একজন দেশ প্রেমিক ব্যক্তিকে হারালো। স্বাধীনতা উত্তর দেশ গঠনে এবং মহামান্য রাষ্ট্রপতির কাজকর্মে তাঁর সহযোগিতা স্মরণযোগ্য।’

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম মরহুমের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করান। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। শুক্রবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।

আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ছিলেন। পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছিলেন তিনি।