বাসের ধাক্কায় ছিটকে যাওয়া শিশু আকিফা মারা গেছে 

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় ধাক্কা দেওয়া সেই বাসটি, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ধাক্কা দেওয়া সেই বাসটি, ছবি: সংগৃহীত

ঢাকা: কুষ্টিয়ার চৌড়হাসে মায়ের কোলে থাকা অবস্থায় বাসের ধাক্কা লাগা শিশু আকিফা (৮ মাস) মারা গেছে।

বৃহস্প‌তিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে মারা যাবার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আকিফার বাবা হারুন উর র‌শিদ বার্তা২৪.কমকে বলেন, আকিফার মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল। ধীরে ধীরে তার অবস্থার অবনতি হয়। পরে সকালের দিকে আকিফা মারা যায়।

এর আগে মঙ্গলবার (২৮ আগস্ট) কুষ্টিয়ার চৌড়হাস মো‌ড় এলাকায় মা রিনা বেগম শিশুটি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। থেমে থাকা একটা বাসের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়, বাসটি হর্ন না দিয়ে সরাসরি ধাক্কা দেয় তাকে। এ সময় মায়ের কোলে থাকা আকিফা রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় রিনা বেগমও আহত হন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/30/1535611374695.jpg

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ‌র্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ওই দিনই ঢাকা মেডিকেলে পাঠানোর সিদ্ধান্ত নেন দায়িত্বরত চিকিৎসকরা। পরে সন্ধ্যায় তাকে ঢামেকে ভর্তি করা হয়।