সরকারি মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁসে ৩ জন রিমান্ডে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

সরকারি মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁসের মামলায় তিনজনের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার ভার্চুয়াল আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আসামিরা হলেন- জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নু, পারভেজ খান ও জাকির হাসান দিপু।

আসামিদের ভার্চুয়াল আদালতে উপস্থিত দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আবু সাঈদ।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে রিমান্ড চাওয়া হয়েছিল।

গত সোমবার (২০ জুলাই) আসামিদের গ্রেফতার করে সিআইডি। এরপর মিরপুর থানায় এ মামলা করা হয়।