পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও ওয়াসার ভূমিকা নিয়ে বার্তার বিশেষ আয়োজন
করোনা মোকাবিলায় বহুবিধ চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সারাবিশ্ব। করোনাভাইরাস থেকে পরিত্রাণের প্রাথমিক ধাপ হিসেবে বার বার হাত ধোয়া ও পরিচ্ছন্ন থাকার কথা বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তাই করোনা মোকাবিলার সাথে পানি ব্যবস্থাপনার বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের করোনা মোকাবিলায় পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও ঢাকা ওয়াসার ভূমিকা নিয়ে বার্তা২৪.কম-এর আয়োজনে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় বার্তা২৪’র ফেসবুক পেজ https://www.facebook.com/Barta24news/ ও ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/channel/UCqhC0YFetNVYsCJR3nPCSQQ সরাসরি প্রচারিত হবে।
বার্তা২৪.কম এর সিনিয়র করেসপন্ডেন্ট শাহজাহান মোল্লার সঞ্চালনায় ভার্চুয়াল সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।
এছাড়া সন্মানিত আলোচক হিসেবে যুক্ত থাকবেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অ্যামিরেটাস অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নির্বাহী সহ-সভাপতি ড. এম এ মতিন ও ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রকৌশলী হাসিন জাহান।
ভার্চুয়াল সেমিনারে দর্শকদের প্রশ্ন করার সুযোগ রয়েছে। পাশাপাশি কেউ যুক্ত হতে চাইলে থাকছে সেই সুযোগও। ঢাকা শহরের পানি ব্যবস্থাপনা ও সারা দেশের পানি সমস্যা নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বার্তা২৪.কমে।