প্রয়োজন ছাড়া লঞ্চে ঈদযাত্রা নয়: নৌ প্রতিমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডিআরইউর প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়

ডিআরইউর প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়

প্রয়োজন ছাড়া লঞ্চে ঈদযাত্রা পরিহার করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘জীবনে অনেক ঈদ পাওয়া যাবে। ঝুঁকি নিয়ে লঞ্চে চলাচল করবেন না।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত সদস্যদের স্মরণসভা ও পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি এসময় নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদ পরিবেশন করতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেখানে রিপোর্টার্স ইউনিটি পিছিয়ে থাকতে পারে না। গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। উন্নত দেশে এগিয়ে যেতে গণমাধ্যমে নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদ দেখতে চাই। কাজ করতে গেলে ভুলত্রুটি থাকবে। ভুলত্রুটিগুলো ইতিবাচক সংবাদধারায় এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি। ৫ লক্ষাধিক কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে। গত অর্থবছরে ৯০ ভাগ বাজেট বাস্তবায়ন করা হয়েছে। নিজস্ব অর্থে পদ্মা সেতুর কাজ চলছে, সাংবাদিকদের প্রণোদনা দেয়া হয়েছে, সরকারি কর্মচারীদের বেতন দেয়া হচ্ছে।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইমেজ নষ্ট হবে না। কারণ এদেশের দূরদর্শী নেতৃত্ব রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। ৭৫ এর পরাজিত গোষ্ঠী বাংলাদেশকে বিকলাঙ্গ, ব্যর্থ করে দিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে পরাজিত গোষ্ঠীকে মোকাবিলা করব।’