ট্রাভেলটক আজ ‘ভ্রমণের গদ্যঅনবদ্য’
বার্তা২৪.কম ও ভ্রমণগদ্যের নিয়মিত আয়োজন ভ্রমণের আড্ডা আলোচনা আবৃত্তি ও সঙ্গীতের লাইভ শো ‘ট্রাভেলটকে’র আজকের পর্ব ‘ভ্রমণের গদ্যঅনবদ্য’। দেশের প্রথিতযশা কথাসাহিত্যিক ও অন্তরালের ভ্রামণিকরা আজকের পর্বে অংশগ্রহণ করবেন। পরিচালনায় সাংবাদিক- ভ্রমণলেখক মাহমুদ হাফিজ।
আমাদের সাহিত্যাঙ্গণে এমন অনেক কবি, কথাসাহিত্যিক ও গদ্যকার আছেন- ভ্রমণলেখক, ভ্রামণিক হিসাবে যাদের বিশেষায়িত পরিচয় নেই। কিন্তু তাঁরা এন্তার ভ্রমণ করেছেন দেশ দেশান্তর, লিখেছেন অনবদ্য সব ভ্রমণরচনা। তাদের সেইসব চমৎকার ভ্রমণগদ্য এবং অন্তরালের লেখক সত্ত্বাকে অনুসন্ধান করে সামনে নিয়ে আসার জন্য আজকের পর্বটি সাজানো।
আজ আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ, ভ্রমণলেখক ও কথাসাহিত্যিক ইশতিয়াক আলম, কথাসাহিত্যিক আফরোজা পারভীন, কবি ও ভ্রমণলেখক কামরুল হাসান এবং ভ্রামণিক, নির্মাতা ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রহমান। ছড়ায়-সঙ্গীতে অনুষ্ঠানটিকে ভরিয়ে তুলবেন করোনাকালের সাড়া জাগানো পারফর্মার দম্পতি কবি-ছড়াকার সৈয়দ আল ফারুক ও শিল্পী নাহিদ নাজিয়া।
আজ রাত নয়টায় বার্তা২৪.কম ও ভ্রমণগদ্যের ফেসবুক পেইজ থেকে সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে মুক্তমনে যুক্ত হতে লিংকে ক্লিক করুন-
Facebook.com/barta24news Facebook.com/Bhromngoddya