যাত্রীদের চাপ নেই কাঠালবাড়ি ঘাটে
কাঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটের শিবচরের কাঠালবাড়ি ঘাটে ঘরমুখো যাত্রীদের চাপ নেই। কাঠালবাড়ি লঞ্চ ঘাটেও নেই যাত্রী। পাঁচজন-দশজন যাত্রী নিয়েও ঘাট ছাড়তে দেখা গেছে লঞ্চগুলোকে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সরেজমিনে কাঠালবাড়ি ঘাটে গিয়ে দেখা যায় শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ স্পীড বোট ও ফেরিতে ঘরমুখো যাত্রীরা আসছেন। তবে কাঠালবাড়ি বাড়ি থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো একবারেই ফাঁকা। এদিকে ঘাট এলাকায় পারের অপেক্ষায় কোনো যানবাহনও দেখা যায়নি। গাড়ি আসছে আসছে আর ফেরিতে উঠছে।
বিআইডব্লিটিসি'র কাঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, পদ্মা নদীতে স্রোত থাকার কারণে ঘাটে ১৮টি ফেরির মধ্য আজও ছোট-বড় মোট ১০টি ফেরি চলাচল করছে। অন্যদিকে লঞ্চ ও স্পীড বোটগুলোও প্রশাসনের নির্দেশনা মেনে যাত্রী পারাপার করছে।
দুপুরে কাঠালবাড়ি ঘাট পরিদর্শনে আসেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নেতৃত্বে জেলা ও শিবচর উপজেলা প্রশাসনের একটি দল। এ সময় ডিসিসহ অন্যান্যরা বিভিন্ন বাস কাউন্টার, বাস লঞ্চ ঘাট, স্পীড বোট ঘাট পরিদর্শন করেন।
বিআইডব্লিউটিসির কাঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুল আলিম বলেন, 'আমরা ১০টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পার করছি। যেহেতু কাল ঈদ তাই ঢাকা থেকে মানুষ একটু বেশি আসছে তবে ঢাকামুখী যাত্রী ও যানবাহন নেই বললেই চলে।