অত্যাধু‌নিক গা‌ড়ি বহ‌রে জন‌প্রিয় ‘এনা পরিবহন’

  • সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: নির্ধা‌রিত ভাড়া, অনন্য যাত্রী‌সেবা এবং অত্যাধু‌নিক গা‌ড়ি বহ‌রের কার‌ণে সারা‌দে‌শে জন‌প্রিয় এনা প‌রিবহন। এবা‌রের ঈদে ঢাকা ময়মন‌সিংহসহ দে‌শের বি‌ভিন্ন রু‌টে ক‌য়েক হাজার যাত্রী আনা নেওয়া ক‌রে‌ছে এ প‌রিবহন সংস্থা। ত‌বে ঈদের আগে এক‌টি বিচ্ছিন্ন ঘটনা‌কে কেন্দ্র করে অপপ্রচার চা‌লা‌নো হ‌য়ে‌ছে ব‌লে অভিযোগ ক‌রে‌ছে এনা প‌রিবহন।

শুক্রবার (১৫ জুন) বি‌কে‌লে বনানী‌তে এনা বা‌সে একজন নারী অসুস্থতা‌বোধ কর‌লে তার সহায়তা এগিয়ে যান সুপারভাইজার‌। এ ঘটনা‌কে 'টুইস্ট' ক‌রে লি‌খে অনলাইন সংবা‌দে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এনা প‌রিবহন সংস্থা জানায়, তা‌দের বা‌সে কোন নারী হয়রা‌নি বা নির্যাত‌নের রেকর্ড নেই। যাত্রীরা এনা বা‌সের সেবায় বরাবর সন্তু‌ষ্টি প্রকাশ ক‌রছেন। এনা কর্তৃপক্ষ যাত্রী‌সেবার জন্য আরামদায়ক সেবা বা‌ড়ি‌য়ে‌ছে।

কর্তৃপক্ষ আ‌রো জানায় , প্রাথ‌মিক তদ‌ন্তে দেখা গে‌ছে ম‌হিলা অসুস্থ হ‌য়ে‌ছি‌লেন। কোন হয়রা‌নির ঘটনার সত্যতা পাওয়া যায়‌নি।

বিজ্ঞাপন

ঢাকা থে‌কে ফেনী, রংপুর, কক্সবাবাজার মৌলভীবাজারসহ নতুন নতুন গন্ত‌ব্যে বিলাসবহুল বাস ছে‌ড়ে‌ছে।

সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রী এবা‌রের ঈদে বিআর‌টি্ ও বিআরটি‌সির বি‌ভিন্ন প‌রিবহন খাত প্রস‌ঙ্গে কথা বল‌তে গি‌য়ে এনা প‌রিবহ‌নের প্রশংসা ক‌রে‌ছেন।

ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, "এনা প‌রিবহনের বাস সুন্দর ঝকঝ‌কে। এ প‌রিবহনের মা‌লিক যেমন সুন্দর ‌তেম‌নি তার বাসগু‌লো রাস্তায় চমৎকার দেখা যায়।"

ত‌বে অন্যান্য প‌রিবহন সংস্থার রঙচঙহীন গা‌ড়ির বিরু‌দ্ধে কথা ব‌লে‌ছেন মন্ত্রী। প্র‌য়োজনীয় ব্যবস্থা নি‌তে সড়ক প‌রিবহন মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব খন্দকার এনা‌য়েতুল্লাহ‌কে আহ্বান ক‌রে‌ছেন।

খন্দকার এনা‌য়েতুল্লাহ বার্তা২৪‌কে ব‌লেন, মানু‌ষের আরামদায়ক জার্নি নি‌শ্চি‌তের ল‌ক্ষ্যে তারা কাজ কর‌ছেন। কো‌রিয়ার হুন্দাই বাস দুরপাল্লায় যাত্রীরা পছন্দ ক‌রেন। ঝা‌কিহীন আরামদায়ক যাত্রার জন্য হুন্দাই বাস বহর এখন চল‌ছে ঢাকা থে‌কে সি‌লেট, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার রু‌টে।

এছাড়া শীতাতপ বাস চল‌ছে ময়মন‌সিংহ, ফে‌নী সহ অন্যান্য রু‌টে। বরাবরই যাত্রীরা নিরাপ‌দে বা‌ড়ি যে‌তে এনা প‌রিবহন‌কে বে‌ছে নি‌চ্ছেন।যাত্রী‌দের সু‌বিধা দি‌তে ঢাকা জু‌ড়ে কাউন্টার বিস্তৃত ক‌রে‌ছে এনা। এ কার‌ণে যাত্রীরা উত্তরা, আব্দুল্লাহপুরসহসহ বাসার পা‌শে কাউন্টার সু‌বিধা পা‌চ্ছেন।

সড়ক পরিবহন মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব এনা‌য়েতুল্লাহ আ‌রও জানান, এনার ৪০০ চালককে অত্যাধু‌নিক প্রযু‌ক্তি সু‌বিধার মাধ্যমে আন্তর্জা‌তিক মা‌নের প্র‌শিক্ষণ দেওয়া হ‌য়ে‌ছে। প্রায় ২০ লাখ টাকা খরচ ক‌রে দেওয়া এ প্র‌শিক্ষ‌ণে একজন চালক সুদক্ষভা‌বে গা‌ড়ি চালা‌তে পার‌ছেন। দে‌শের প‌রিবহন জগ‌তে এমন প্র‌শিক্ষ‌ণের ঘটনা ‌বিরল।