সকল বয়সের মানুষের বই পড়া উচিত: ডেপুটি স্পিকার

  • সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার/ ছবি: বার্তা২৪.কম

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার/ ছবি: বার্তা২৪.কম

সকল বয়সের মানুষকে বই পড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বইমেলা প্রাঙ্গণে আমেরিকা প্রবাসী লেখক ড. বিমল সরকার রচিত অস্তিত্বের আমি এবং অনুভূতির সুবাস নামক দুটি কাব্যগ্রন্থ এবং নূরেকাওসার তালুকদার অনুপা রচিত বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং বসন্ত এসে গেছে নামক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচনকালে তিনি এ আহবান জানান।

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার বলেন, জ্ঞানার্জনের বিকল্প বই ছাড়া আর কিছু হতে পারে না। তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হলেও বই পড়তে হবে। এ সময় তিনি সকল বয়সের মানুষদের লাইব্রেরি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

লেখকের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ড. বিমল আপাদমস্তক একজন অসাম্প্রদায়িক মানুষ। বিমল সরকার বাংলার মাটি ও মানুষের জন্য নিবেদিত। বিদেশে থেকেও তিনি দেশ ও দেশের মানুষের কথা ভুলে যাননি। তার কাব্যে সেই দেশপ্রেমের অনুভূতি ফুটে উঠেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই বইগুলো হতে আমাদের একটি করে বই কেনা উচিত। কারণ এই বই হতে অর্জিত সকল অর্থই মানবতার সেবায় নিবেদিত হবে।