প্রবাসীদের সমস্যা সমাধানে সৌদিতে বিশেষ দূত প্রেরণের আহ্বান
প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত সৌদি আরবে পাঠিয়ে প্রবাসীদের ভিসা সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর টেপা কমপ্লেক্সে কথা সাহিত্যিক মোহাম্মদ আতাউর রহমান রেশনের স্মরণ সভায় এমন মন্তব্য করেন। কথা সাহিত্যিক রেশন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা’র বড় ভাই। গৌরব ৭১ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, নিউইয়র্ক বাংলা স্কুল ও বাংলা বইঘর-এর প্রতিষ্ঠাতা আতাউর রহমান রেশন।
ইতিমধ্যেই অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু সৌদি গমনেচ্ছুরা এখনও টিকেট পায়নি। দুর্ভাগ্যজনক ভাবে সৌদি প্রবাসীদের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জিএম কাদের।
তিনি আরও বলেন, প্রয়াত আতাউর রহমান রেশন ছিলেন পন্ডিত ব্যক্তিত্ব। নিজেই শুধু শিক্ষিত ছিলেন না, শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দিতে অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আতাউর রহমান রেশন দীর্ঘদিন বেঁচে থাকবেন তার কর্মের মাঝে।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদ্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা ডা. নূরুল আজহার, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, মোস্তাকুর রহমান মোস্তাক, শেখ আলমগীর হোসেন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাবেক জাপা নেতা আহসান হাবীব লিংকন, গোলাম মাওলা রনি, সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, উপস্থিত ছিলেন তথ্য ও গবেষনা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজ কল্যান সম্পাদক আব্দুর রাজ্জাক খান প্রমুখ।