বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কমিটি বাণিজ্য



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বগুড়া সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের অভিযোগ অর্থ বাণিজ্যের মাধ্যমে ত্যাগীদের বাদ দিয়ে সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি করছে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য নুসরাত এলাহী রিজভী।

নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম সাড়ির একজন নেতা বলেন, বগুড়াতে চারটা ইউনিটে কিছুদিন আগে যে কমিটিগুলো দিয়েছে সেগুলো নিয়ে বিভাগীয় টিমের সদস্য নুসরাত এলাহী রিজভীর নামে বিস্তর অভিযোগ রয়েছে।

তিনি অনৈতিকভাবে অর্থ গ্রহণ এর মাধ্যমে সোনাতলা থানা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে থানা বিএনপি'র সাবেক সভাপতি এবং বগুড়া-১ উপ নির্বাচনে বিএনপির প্রার্থী আহসানুল হক তৈয়ব জাকিরের বালু ব্যবসার ম্যানেজারকে আহ্বায়ক করা করেছেন।

তিনি বলেন, এইবার সোনাতলা থানা বিএনপির কমিটিতে জাকির সদস্য থাকলেও তার ভাইকে আহ্বায়ক বানিয়েছে। এভাবে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ১২ জনই তার পরিবারের সদস্য। এদিকে গত উপজেলা নির্বাচনে জাকির তার চাচাতো ভাইকে উপজেলা চেয়ারম্যান বানানোর জন্য বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কাজ করেন। ফলে বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নেতা বলেন, বগুড়া জেলার বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে বিশেষ দায়িত্ব প্রাপ্ত নেতা রিজভী আহমেদ অর্থনৈতিক সুবিধা লাভের মাধ্যমে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতা ও পাকুল্লা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি নারুনসহ অন্যান্যদের বাদ দিয়েছেন।

তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন নারুনকে কমিটে থেকে বাদ দিতে চান। ফলে এই কমিটিতে নারুন যেন কোন পদ না পায়, সেই জন্য রিজভীকে ১০ লাখ টাকা এবং বগুড়া জেলা স্বেচ্ছসেবকের যুগ্ম আহ্বায়ক সরকার মুকুলকে ৫ লাখ দেন। পরে সে অনুযায়ী রিজভী বগুড়ার সেচ্ছাসেবকের আহ্বায়কের স্বাক্ষর না নিয়েই ঢাকা থেকে কমিটি ঘোষণা দেন।

তিনি আরো জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রিজভী জানিয়েছেন বগুড়ার কমিটিগুলো করতে যাতায়াত খরচসহ সকল খরচ তার নিজের টাকায় করেছেন। কিন্তু তিনি বিএনপি নেতা জাকিরের টাকায় বগুরার সবচেয়ে বিলাসবহুল হোটেলে ছিলেন। সেখানে ১৩দিনে ৬৫ হাজার টাকা রুম ভাড়া দিয়েছেন।

এ প্রসঙ্গে জেলা সেচ্ছাসবক দলের আহ্বয়ক মাজেদুর রহমান জুয়েল বলেন, সোনাতলাসহ ৪টা ইউনিটে কেন্দ্র থেকে কাদের কমিটি দিয়েছে, এটা জানি না। তবে টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুসরাত এলাহী রিজভী বলেন, আমি শুধু বিভাগীয় টিমের সদস্য হিসেবে অবজারভেশন করেছি। কমিটি হয়েছে সেখানকার আহ্বায়ক ও সদস্য সচিবের সাইনে। এর পর যদি কেউ অন্য কোন অভিযোগ তোলেন তবে তার ডকুমেন্ট দিতে বলুন। ডকুমেন্ট নিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আছে তাদের কাছে জানতে চান। এর বেশি কিছু আমি বলতে পারবো না। 

   

বিএনপির শ্রমিক সমাবেশ শুরু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
শ্রমিক সমাবেশ

শ্রমিক সমাবেশ

  • Font increase
  • Font Decrease

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের উদ্যোগে বুধবার (০১ মে) সাড়ে ৩টায় রাঝধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

তীব্র তাপদাহ উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হয়েছেন শ্রমিক দলের নেতাকর্মীরা। বেলা ১২টার পর থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় শ্রমিক দলের নেতাকর্মীদরা উপস্থিত হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন সরগরম হয়ে উঠে।

এদিকে, ৫টি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিক নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাদ্যযন্ত্র বাজিয়ে, নেচে-গেয়ে, নানা রঙ্গের পোশাক পরে তারা সমাবেশে অংশ নিয়েছে। মাথায় লাল ক্যাপ পরিধান করেছে আসা নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বক্তব্য রাখবেন জাতীয়, শ্রমিক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা গেছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

;

সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া



Sajid Sumon
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।

বুধবার (১ মে) সন্ধ্যায় গুলশান-২ এর বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

এর আগে গত ৩০ মার্চ দিনগত রাত ২টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন ২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে।

;

ব্যাপকভাবে হীরক জয়ন্তী পালন করবে আওয়ামী লীগ: কাদের



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

আগামী জুন মাসে আওয়ামী লীগের ৭৫ বছর এর হীরক জয়ন্তী উৎসব ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে গণভবনে কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি, ১৫ আগস্ট, ২১ আগস্ট এর কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মূল আলোচনা হয়েছে দলের হীরক জয়ন্তী, ৭৫ বছরের কর্মসূচি নিয়ে। আমরা আমাদের দলের হীরক জয়ন্তীতে ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালন করবো।

উপজেলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, না, হয়নি। তাহলে উপজেলায় নির্দেশ অমান্যকারীদের কোনো শাস্তি কি হবে না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি সেটা বলবো, পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। আমি আপনাদের বরাবর একই কথা বলেছি যে, সময় মতো ব্যবস্থা নেয়া হবে। ত্রিশ তারিখে কোনো সিদ্ধান্ত আসবে এবিষয়ে কিন্তু আমি কিছু বলিনি। এখনো একই কথা বলবো, সময় মতো ব্যবস্থা নেয়া হবে। এখন আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

;

মে দিবসে গুলিস্তানে জনসভা করবে শ্রমিক লীগ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
মে দিবসে গুলিস্তানে জনসভা করবে শ্রমিক লীগ

মে দিবসে গুলিস্তানে জনসভা করবে শ্রমিক লীগ

  • Font increase
  • Font Decrease

০১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রমিক জনসভার আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমজীবী মেহনিত মানুষের রক্তস্নাত আন্দোলন-সংগ্রাম ও সাফল্যের ঐতিহাসিক দিন ০১ মে ‘মহান মে দিবস’। বঙ্গবন্ধুর সুযোগ কন্যা শ্রমিক-বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘শ্রমিক-মালিক গড়ব দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে এ বছর বাংলাদেশে পালিত হচ্ছে ১৩৮তম আন্তর্জাতিক শ্রমিক দিবস। জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বুধবার (০১ মে) বিকাল ৩টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রমিক জনসভার আয়োজন করা হয়েছে।

শ্রমিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন

সভায় সভাপতিত্ব করবেন- জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান এবং সঞ্চালনা করবেন- সাধারণ সম্পাদক কে.এম. আযম খসরু।

;