নওগাঁয় বিএনপি-যুবলীগ-ছাত্রলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

নওগাঁয় বিএনপি-যুবলীগ-ছাত্রলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

নওগাঁয় বিএনপি-যুবলীগ-ছাত্রলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

নওগাঁয় একই স্থানে একই সমযে বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রেবাবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ এ আদেশ জারি করেন।

বিজ্ঞাপন

আদেশে জানানো হয়-সোমবার ২৮ ডিসেম্বর শহরের নওজোয়ান মাঠে একই সময়ে বিএনপি, যুবলীগ ছাত্রলীগের সমাবেশ ডাকায় এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। এতে পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বিকেল ৩টা থেকে ২৯ তারিখ বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধরা জারি বলবৎ থাকবে। এই পরিস্থিতিতে পৌরসভা এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সভা, সমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে বিএনপি’র পূর্বঘোষিত কর্মসূচী বানচাল করতে একই স্থানে ছাত্রলীগ ও যুবলীগ পাল্টা কর্মসূচি ঘোষণা এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। রোববার সাড়ে ১২টায় শহরের কেড়ির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন জেলা বিএনপির আহবায়ক মাস্টার হাফিজুর রহমান।

বিজ্ঞাপন

তিনি লিখিত বক্তব্যে বলেন, ২৮ ডিসেম্বর দুপুর ২টায়  বিএনপি নেত্রী বেগম খালেদার জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নওজোয়ান মাঠে সমাবেশের ডাক দেয়। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের নিকট প্রয়োজনীয় অনুমতি চেয়ে প্রস্তুতি গ্রহণ করে। পরবর্তীতে একই দিনে একই সময়ে যুবলীগ ছাত্রলীগ বিজয়ের সুবর্ণজয়ন্তী পালনের কর্মসূচি ঘোষণা করে। বিএনপি পরর্তীতে শহরের এটিম মাঠে তাদের কর্মসূচী স্থানান্তর করে ঘোষণা দিলে ছাত্রলীগ সেখানে প্রতিবাদ সমাবেশের নামে আরেক কর্মসূচি ঘোষণা করে। এর ফলে বিএনপি’র কর্মসূচি অনিশ্চিত হয়ে পড়ে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে বিএনপি পূর্বঘোষিত কর্মসূচি যথাস্থানে শান্তিপূর্ণভাবে পালন করবে। এতে কোন অপ্রীতিকর অনভিপ্রেত উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে এর জন্য দায়ী থাকেবে প্রশাসন। আইন শৃংখলাজনিত কোন অবনতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বিএনপি দায়ীত্ব নিবে না।

এ সময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।