দুঃসময়ে সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন অকুতোভয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত সজ্জন, সৃজনশীল ছিল তার আচরণ, কথাবার্তা ছিলো পরিশিলীত। দুঃসময়ে সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন অকুতোভয়।

সোমবার (০৩ জানুয়ারি) আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় পাশে ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর।

বিজ্ঞাপন

হানিফ বলেন, রাজনৈতিক অঙ্গনে কখনো কারো মনে আঘাত দিয়ে কথা বলা, কাউকে কোনো কটুক্তির নজির ছিলো না। একজন মানুষের মধ্যে যে সভ্য আচার-আচরণ, সেগুলো সৈয়দ আশরাফের কাছ থেকে অনুকরণীয় ছিলো। জাতির অনেক ক্রান্তিলগ্নে সৈয়দ আশরাফের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে, ওয়ান ইলেভেনের সময় ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের সময় যখন দুই নেত্রীকে গ্রেফতার করে বাংলাদেশের রাজনীতিতে যখন ষড়যন্ত্র শুরু হয়েছিলো সেই সময়ে সৈয়দ আশরাফের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, ২০১৩ সালের ৫মে হেফাজতের তান্ডবের সময় সৈয়দ আশরাফের কঠোর ও বলিষ্ঠ নেতৃত্ব হেফাজতের ভীত কাপিয়ে দিয়েছিলো। সৈয়দ আশরাফুল ইসলামের সময়োপযোগী দায়িত্বশীল কর্মকান্ডের মধ্যে রাজনীতিতে সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন, সকল শ্রেণী পেশার মানুসের কাছে অত্যন্দ জনপ্রিয় ছিলেন। তিনি সারাজীবন অনুকরণীয় হয়ে থাকবেন।

বিজ্ঞাপন

সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর বলেন, আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম আমার বাবা সৈয়দ নজরুল ইসলাম এর দেখানো পথেই সৎ এবং আদর্শের রাজনীতি করে গেছেন।আমার পিতা সারাজীবনই জাতির জনকের সহচর ছিলেন,জাতির জনকের আদর্শের রাজনীতি করেছেন, তেমনি ভাবে আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে সৎ এবং আদর্শের রাজনীতি করেছেন। এসময় দেশবাসীর কাছে দোয়াও প্রার্থনা করেন তার বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর।