টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

টাঙ্গাইলে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের সবুর খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শান্ত সিকদার নামে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছে। তিনি শহরের দেওলা সিকদার বাড়ি এলাকার ইব্রাহিম সিকদারের ছেলে।

আহত শান্ত সিকদার জানান, সকালে শহীদ মিনারে ছাত্রলীগের অনুষ্ঠানে তিনি যান। সেখান থেকে তুর্য্য নামের এক ছেলে তাকে ডেকে শহরের সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যায়। সেখানে তার বাসার কথা জিজ্ঞেস করেই প্রান্তর নেতৃত্বে তার ওপর হামলা করা হয়। এসময় লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তাকে আহত করা হয়। এসময় হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান বলেন, অনুষ্ঠানে মিছিল করতে গিয়ে ধাক্কা ধাক্কি হয়েছে।