মার্কিন নিষেধাজ্ঞা আরো আসছে: রেজা কিবরিয়া
র্যবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে টেনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া জানিয়েছেন, এ নিষেধাজ্ঞাই শেষ না। সামনে আরো নিষেধাজ্ঞা আসছে। তবে কারদের উপর নিষেধাজ্ঞা আসছে সে ব্যাপারে কিছু জানাননি তিনি।
শনিবার (২৯ জানুয়ারি) নয়াপল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেজা কিবরিয়া।
নির্বাচন কমিশন আইন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করে গণ অধিকার পরিষদ৷
গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, নিষেধাজ্ঞার ফলে দেশ বিপদের মুখে। আরো নিষেধাজ্ঞা আসবে সে ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এখন শুধু সরকার বিপদে নয় দেশ বিপদে পড়ছে। এই বিপদ থেকে উত্তরণের জন্য তাদের (সরকার) সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করা উচিত। এটা একটা জাতীয় সমস্যা, শুধু আওয়ামী লীগের সমস্যা নয়। আওয়ামী লীগের শাসনের অবসান ঘটবে এটাও সরকার ইশারা-ইঙ্গিতে বুঝেছে এবং এই সরকারের জন্য এতদিন যারা কাজ করেছে, মানুষকে গুম-খুন করেছে তারা এখন দুশ্চিন্তায় আছে।
তিনি বলেন, সরকার দেশের মানুষকে বুঝতে দিতে চায় না নিজের দোষে-অন্যায় তারা কত বড় বিপদে পড়েছে। কত বড় দুশ্চিন্তায় আছে। দেশকে বিপদে ফেলে দিয়েছে। আমাদের সামরিক বাহিনীকে বিপদে ফেলে দিয়েছে। পুলিশ বাহিনীকে বিপদে ফেলেছে। আমাদের ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এটা তারা এখন বুঝতে পারছে। শুধু নিজেরা ডুববে না, দেশকে ডুবিয়ে এই স্বৈরাচারী সরকার ক্ষমতাচ্যুত হবে। এই জিনিসটা সাধারন মানুষ বুঝে গেছে, ব্যবসায়ীরাও বুঝো গেছে।
নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকারের প্রতি কোন ধরনের পরামর্শ আছে কিনা এমন প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, মূল বিষয় হচ্ছে এটা থেকে উত্তরণ হওয়ার সম্ভাবনা খুব কম। যাদের নাম এ নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং ভবিষ্যতে যাদের নামে জারি হবে তাদের খুবই ভারি ভারি ডসিয়ার্ড তৈরী হয়েছে। দুর্নীতি, শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতনের বড় বড় ডসিয়ার আছে সবার উপরে। ডসিয়ারগুলি আরো কয়েক দিনের মধ্যে কমপ্লিট হবে। তারা ডসিয়ার কমপ্লিট করে কাজটা করে। এই কারণে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে তাদের বিরুদ্ধেও যথেষ্ট তথ্য-প্রমাণ নিয়েই করে।
ভবিষ্যতে কাদের নামে এ ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নাম-ঠিকানা নিয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। যদি থাকতো তাহলে সবার নাম ধরে ধরে আমি বলে দিতাম এবং সেটাই মনে হয় ভাল হত। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে না মন্ত্যব করে রেজা কিবরিয়া বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিবাচন কমিশনে ফেরেসতা দিলেও দেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হবে না। যা প্রমান হয়েছে ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনে।