কমিটি সহসাই যারা আসছে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
কমিটি সহসাই যারা আসছে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে

কমিটি সহসাই যারা আসছে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে

  • Font increase
  • Font Decrease

স্বেচ্ছাসেবক দলের প্রথম কমিটি গঠন হয় ২০১৬ সালের দিকে। এরপর দীর্ঘ ৪ বছর পর ২০২০ সালের ১৮ সেপ্টেম্বরে স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু মৃত্যুবরণ করলে সংগঠনে কিছুটা স্থবিরতা আসে। তবে সংগঠনের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যান।পরে ২০২২ সালের ২০ এপ্রিল মোস্তাফিজুর রহমানকে সভাপতি করেই ৩৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

তবে এই কমিটি নিয়ে দলের মধ্যে যথেষ্ট নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। সাংগঠনিক বিচারে এটি একটি মেয়াদোর্ত্তীণ কমিটি। স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন নেতার সাথে আলাপ করে জানা গেছে, বর্তমান কমিটি প্রত্যাশানুযায়ী কাজ করতে পারছে না। তাছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকের রসায়নেও যথেষ্ট সমস্যা রয়েছে। বিভিন্ন ইউনিটের কমিটি দেয়াতে দীর্ঘ সূত্রিতার আশ্রয় নেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দের উপর ক্ষুব্ধ। বিএনপির অন্যান্য সক্রিয় সংগঠনের সাথে তাল মিলিয়ে চলতে না পারার কারণে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি দেয়ার প্রয়োজন অনুভব করছে বিএনপি হাইকমান্ড। চলতি মাসে (২ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনটির নেতৃবৃন্দের সাথে নতুন কমিটি গঠন নিয়ে ভার্চুয়ালি আলোচনা করেছেন। সেখানে তিনি সম্ভাব্য নেতৃবৃন্দ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েছেন।

নতুন কমিটিতে সাবেক ছাত্রনেতাদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানা গেছে। এছাড়া বিগত আন্দোলন সংগ্রামে যেসব নেতা ভূমিকা রেখেছে কিন্তু অন্য কোথাও পদ পাননি তাদেরকে পূর্নবাসনের ইচ্ছে আছে বিএনপি হাইকমান্ডের। এছাড়া ছাত্রদলের সদ্য সাবেক এবং যুব নেতাদের যারা পদ বঞ্চিত তাদের ব্যাপারেও সফট কর্ণার রয়েছে দলের। এজন্যই এবার আংশিক কমিটির বদলে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার ব্যাপারে শক্ত অবস্থানে আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

স্বেচ্ছাসেবক দলে সভাপতি পদ প্রত্যাশীদের মধ্যে জোর আলোচনায় আছেন-বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ছাড়াও হাবিবুর রশীদ হাবিব,রাজীব আহসান,গোলাম সারোয়ার,সাইফুল ইসলাম ফিরোজ এবং এস এম জিলানী।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের পদে ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ সহ আলোচনায় আছেন আজহারুল হক মুকুল,সাদরেজ জামান, ইয়াসিন আলী,সর্দার মো. নুরুজ্জামান এবং নাজমুল হাসান।

কমিটিতে যারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী কিন্তু পদে আসতে পারবেন না তাদেরকে সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হবে বলে জানা গেছে। কমিটি গঠনের কাজ একেবারেই শেষ পর্যায়ে বলে নিশ্চিত হওয়া গেছে। তাই যে কোন মুহূর্তেই নতুন কমিটি ঘোষণা হতে পারে।

   

নির্যাতন চালিয়ে আ. লীগ ক্ষমতা ধরে রাখতে পারবে না: ফখরুল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জনগণ ৭ জানুয়ারির একতরফা নির্বাচন প্রত্যাখান করেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাই গণবিরোধী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে জনগণ আরও সোচ্চার হয়ে উঠেছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দল, মত ও পথের মানুষদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ কোনোভাবেই অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ‘মিথ্যা, বানোয়াট, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে; এ বিবৃতি দেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখলের পর আওয়ামী শাসকগোষ্ঠী এখন কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জোরালোভাবে জুলুম ও দমন-পীড়ন শুরু করেছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন প্রতিদিনের ঘটনা। মঙ্গলবার মিথ্যা মামলায় আজিজুল বারী হেলাল এবং আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই আরও একটি বহিঃপ্রকাশ।

বিএনপি মহাসচিব আজিজুল বারী হেলাল এবং আকরামুল হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

;

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার সামগ্রী উপহার দিলো যুবলীগ



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে মহাখালী সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় তিন শতাধিক অসহায় দুস্থ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় এশিয়া মহাদেশের বৃহৎ যুব সংগঠনটি।

ইফতার সামগ্রীর আওতায় চাল, ডাল, ছোলা, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য দেওয়ায় খুশি স্থানীয়রা।

রিকশাচালক আতিয়ার হোসেন বলেন, ইফতার বলতে সবাই তো মুড়ি, চিড়া, বুট দেয়, খাবার দেয়। এনারা তো তেল চিনি দিয়েছে, ভালোই হয়েছে কদিন ভালোই চলবে।

হুমায়রা বেগম নামের একজন বলেন, আমরা বসা মাত্র চেয়ারে প্যাকেট দিয়েছে। কোন ঝামেলা নেই। ভালো পেয়েছি। অনেক খুশি আমরা।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকসহ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় মাস ব্যাপি ইফতার সামগী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

;

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন ম. রাজ্জাক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ম. আব্দুর রাজ্জাক

ম. আব্দুর রাজ্জাক

  • Font increase
  • Font Decrease

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু রাজনৈতিক সফরে বিদেশ গমন করায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ১৮ মার্চ রাজনৈতিক সফরে বিদেশ গমন করেন। তার অনুপস্থিতিতে সংগঠনের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া ম. আব্দুর রাজ্জাক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি। তিনি ছাত্র জীবনে সূর্যসেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ডাকসুর সদস্য ছিলেন।

আরও জানানো হয়, রাজ্জাক ২০০৩ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গঠিত হলে তিনি কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০১২ সালের পুনরায় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। বর্তমান কমিটিতে তিনি সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সদস্য।

;

সাকিব নিয়ে মতলবি নিউজ আমাকে বিব্রত করেছে: মেজর হাফিজ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

বিএনপির ভাইস প্রেসিডেন্ট মেজর হাফিজ বলেছেন, বিএনএমের (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাই, বিএনএম’কে জড়িয়ে সাকিব আল হাসানকে নিয়ে মতলবি নিউজ আমাকে বিব্রত করেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানী ঢাকার বনানীর নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নানাভাবে মানুষজন বিএনএমে যুক্ত হওয়ার কথা আমার কাছে জানান। আমি সেটি প্রত্যাখ্যান করেছি এবং তা সংবাদ সম্মেলন করে নির্বাচনের দুই মাস আগেই জানিয়েছিলাম।

তিনি বলেন, আমি এক সময় ক্রীড়াবিদ ছিলাম। পাকিস্তান আমলে একমাত্র বাঙালি খেলোয়াড় ছিলাম। ১শ থেকে ২শ মিটার দৌড়ে দ্রুততম ব্যক্তি ছিলাম। সাবেক ক্রীড়াবিদ হিসেবে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে সাকিব আমার কাছে এসেছিল পরামর্শ নিতে। আমি তাকে নিরুৎসাহিত করেছি।

বিএনএম সৃষ্টির প্রেক্ষাপট তুলে ধরে মেজর হাফিজ বলেন, বিএনএম কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার সৃষ্টি। তারা আমার পূর্ব পরিচিত। আমার দলের (বিএনপি) বিভিন্ন বিষয়ে আমার দ্বিমত ছিল। এটাতে অনেকেই ভেবেছেন, আমি দল ত্যাগ করবো। সেজন্য তারা আমাকে ‘অফার’ (প্রস্তাব) করে বিএনএমে যোগ দিতে। আমি তা প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছি।

সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এখানে সরকার নিজের ফায়দা লুটতে আমাকে নিয়ে সাকিব আল হাসানকে জড়িয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে স্বার্থ হাসিলের জন্য অথবা যে সব পত্রিকা এসব লিখছে, তারা সরকারের মদতপুষ্ট হয়ে এসব করছে।

মেজর হাফিজ বলেন, দেশে অরাজকতা চলছে। দেশ দুর্নীতির স্বর্গ হয়েছে। ব্যাংকিংখাতে দুর্নীতি হয়েছে। এসব তো কোনো পত্রিকায় দেখি না। যারা আমেরিকা, কানাডায় বিলাসবহুল বাড়ি বানিয়েছেন, সেসব খবর তো পত্রিকায় আসে না। আমাকে হেয় করতে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে হেয় করতে, এসব সংবাদ প্রচার করা হয়েছে।

তিনি আরো বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, ৩২ বছর বিএনপির রাজনীতি করেছি। ছয়বার এমপি হয়েছি। দুইবার মন্ত্রী ছিলাম। আর কী প্রয়োজন আমার! আমি মানুষের সেবা করেছি। পথে-ঘাটে মানুষের সঙ্গে থেকে রাজনীতি করেছি। আমার আর চাওয়ার কিছু নেই।

আক্ষেপ করে মেজর হাফিজ বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। ৮০ বছর বয়সে এসে আমাকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হয়েছিল শুধুমাত্র নতুন দলে যোগ দেইনি বলে। এসব তো আগেই ‘ক্লিয়ার’ (পরিষ্কার) করেছি। এখন নতুন করে বলার কিছু নেই। আমি খুব মর্মাহত সাকিবকে নিয়ে আমার নামে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা নিয়ে!

এসময় মির্জা ফখরুল ও তারেক রহমানের সঙ্গে সব বিষয় নিয়ে আগেই কথা হয়েছে এবং নিজের অবস্থান দলের কাছে ‘ক্লিয়ার’ (পরিষ্কার) করেছেন বলেও জানান তিনি।

 

;