নেতা-কর্মীর ঢল নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা নিবেদন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নেতা-কর্মীর ঢল নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা নিবেদন

নেতা-কর্মীর ঢল নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা নিবেদন

জামিনে মুক্ত হয়ে কয়েক হাজার নেতা-কর্মী সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

শুক্রবার (২৬ আগস্ট) বিকাল সোয়া ৪টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় ১৫ আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদের জন্য দোয়া করেন তিনি।

বিজ্ঞাপন

বিকাল ৪টায় শ্রদ্ধা নিবেদনের সময় নির্ধারিত ছিল। কিন্তু বেলা আড়াইটায় যুবলীগ নেতা-কর্মীরা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় স্লোগান দিতে দিতে জড়ো হতে শুরু করেন। কলাবাগান, সোবহানবাগ মসজিদ, ধানমন্ডি ১১ নম্বরে তারা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে’, ‘পঁচাত্তরের খুনিরা, হুঁশিয়ার সাবধান’, ‘একাত্তরের খুনিরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্রাট বলেন, ‘আমার রক্তে রাজনীতি। জননেত্রী শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই আজীবন কাজ করব। নেত্রী যে নির্দেশনা দেবেন তা-ই পালন করব। বঙ্গবন্ধুকন্যা আমার রাজনৈতিক অভিভাবক।’

বিজ্ঞাপন

যুবলীগের এই নেতা বলেন, ‘জাতির শোকের মাসে স্বাধীনতাবিরোধীরা যে আস্ফালন করছে, দেশের যুবসমাজ তা মেনে নেবে না। বিএনপি-জামায়াত সন্ত্রাসের পথ বেছে নিলে যুবসমাজ রাজপথেই মোকাবিলা করবে।’

উল্লেখ্য, কারা তত্ত্বাবধায়নে দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা ইসমাইল চৌধুরী সম্রাট গত সোমবার (২২ আগস্ট) রাতে মুক্তি পান।

সম্রাট ছাত্রাবস্থায় জড়িয়ে পড়েন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সাথে। নব্বইয়ের দশক থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগের রাজনীতি সক্রিয় হন তিনি। পরে যুক্ত হন যুবলীগের সাথে। ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে রমনা থানা যুবলীগের আহ্বায়ক হন সম্রাট। ২০০৩ সালের সম্মেলনে মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক হন। ২০১২ সালে যুবলীগের ৬ষ্ঠ কাউন্সিলে তিনি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হন।

২০১৯ সালের ৬ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। সেই সময় রাজনৈতিক প্রতিহিংসায় এবং ব্যক্তিগত আক্রোশে সম্রাটকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয় বলে অভিযোগ উঠে।