আমরা পালায়নি, পালিয়েছেন আপনারা: বিএনপিকে মেনন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

আমরা পালায়নি, পালিয়েছেন আপনারা। আমরা পালায়নি, আপনারা (বিএনপি) গর্তে লুকিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর কামরাঙ্গীরচরে শহীদ মিনার মাঠে ১৪ দল আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, তারা (বিএনপি) নাকি বাংলাদেশকে দেখিয়ে দিবে কত দূর পালিয়ে যেতে পারে সরকার। আমরা পালায়নি, পালিয়েছেন আপনারা। আমরা পালায়নি, আপনারা গর্তে লুকিয়েছেন। এই সরকার পালাবে না। শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের উন্নয়ন ও প্রগতির ধারাকে এগিয়ে নিবে। এই দেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা তুলে ধারিয়ে থেকে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাবে।

মেনন বলেন, তফসিল সামনে রেখে হুমকি দিয়েছে, তফসিল ঘোষণা করলে নাকি তারা নির্বাচন কেন, কোনো সাধারণ জীবন যাপন করাই সম্ভব হবে না। তারা হুমকি দিয়েছেন, গত ২৮ তারিখের পর থেকে শুরু করে আজ পর্যন্ত অবরোধ-হরতালের নামে গাড়ি পোড়াচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে, রাস্তাঘাটে মানুষকে আক্রমণ করছে। সে প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের জনসভা গুরুত্বপূর্ণ।

এই সময় তিনি কামরাঙ্গীরচরে সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম কে ধন্যবাদ জানিয়ে বলেন, যেই জনপথ মানুষের কাছে অপরিচিত ছিল সে জনপথ কে তিনি ঢাকাবাসী কেবল নয় সারা বাংলাদেশের কাছেই পরিচিত করেছেন।তার উন্নয়নের ধারাবাহিকতায় স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রেই এগিয়ে চলেছে। আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে আবারও তাকে নির্বাচিত করে আনবেন সে বিশ্বাস আমার আছে।

বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি বলেন, বিএনপি জামায়াত ২৯ তারিখের পরে আর রাজপথে নাই। মাঝে মধ্যে ঝটকা আক্রমণ করে। এখন তারা তাদের হয়ে যে পশ্চিমা প্রভু ধমক দিতো, আমাদের বলতো যদি এই নির্বাচন অংশগ্রহণমূলক না হয় তাহলে তারা আমাদের উপর ভিসা নীতি, স্যাংশানের প্রয়োগ হবে। এইভাবে ধমকি দিত। কিন্তু গতকাল থেকে দেখলাম ঘটনা পালটে গেছে। এখন তারা চিঠি নিয়ে ঘুরছে। সে চিঠি হচ্ছে, না ঠিক আছে শর্তহীন সংলাপ কর। ঐ শর্তহীন সংলাপ করতে হলে পরে প্রথমেই বিএনপি ও তার সহযোগীদের একদফা পরিত্যাগ করতে হবে। যে একদফা দিয়ে তারা সরকারের পদত্যাগ চেয়েছে।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)'র সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, আজকে একদিকে আমাদের মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলবো, সাবধান হয়ে যাবেন। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি বিএনপি-জামায়াত তার বিরুদ্ধেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ঐ ষড়যন্ত্রকে প্রতিহত করবো।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আজকে যেই শক্তি আবার দেশের উন্নয়নকে থামিয়ে দিতে চায়, আবার দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায়। আবার যারা অগ্নিসন্ত্রাস করছে, বাংলাদেশকে পিছনে নিয়ে যেতে চায়, এই একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরোধীদের বিরুদ্ধে ১৪ দল ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করবে।

২৮ অক্টোবর বিএনপি তাদের সমাবেশ থেকে বলেছিল, ‘আওয়ামী লীগ সরকার আর থাকবে না’ জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন মায়া বলেন, ২৮ তারিখে বলেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা আর সরকার থাকবে না। ধর্মের কল, বাতাসে নড়ে। ২৮ তারিখে ন্যাকারজনক কাজ করেছে, পুলিশ হত্যা করে, বিচারপতির বাড়িতে হামলা করেছে। অ্যাম্বুলেন্স জ্বালাই দিয়েছে। ঐদিন বাংলার জনগণ তাদের তাদের ধাওয়া দিয়েছে, তাতে মাজা ভাঈঙ্গা গেছে। এই মাজা ভাঙ্গা বিএনপি আর সোজা হয়ে দাঁড়াতে পারবো? তাদের দৌড় ও শেষ, খেলাও শেষ। এখন খেলা হবে আমাদের, আমরাই খেলবো ইনশাআল্লাহ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে, যদি বাসে আগুন দেন, তাহলে রাজপথেই আপনাদের ব্যবস্থা করা হবে।

   

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন খালেদা জিয়া



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ফাইল ছবি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পর বাসায় নেওয়া হচ্ছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার (২ মে) গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামকে আজকে বাসায় আনার কথা রয়েছে। তবে এখনও সময় নির্ধারণ হয়নি।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে তাকে ভর্তি করে তার শরীরের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়।

;

সস্ত্রীক ওমরা পালনে যাচ্ছেন মির্জা ফখরুল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।

বৃহষ্পতিবার (২ মে) বিকেল সোয়া ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের সৌদি আরবের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বেলা সাড়ে ৩টার ফ্লাইটে মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম পবিত্র ওমরা পালন করতে সৌদি আরব যাবেন।

পবিত্র ওমরা পালন করতে যাওয়ার আগে গতকাল বুধবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎতে নিজের ও স্ত্রীর জন্য খালেদা জিয়ার কাছে দোয়া চান মির্জা ফখরুল। আর খালেদা জিয়াও তার নিজেরে শারীরিক সুস্থতার জন্য দোয়া করতে বলেছেন।

;

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার (১ মে) রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, খালেদা জিয়াকে ২-১ দিন হাসপাতালে থাকতে হবে।

এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক জরুরি কিছু পরীক্ষার জন্য সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে সন্ধ্যা সাতটার অল্প সময় পর হাসপাতালে পৌঁছান বেগম জিয়া।

সর্বশেষ গত ৩১ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। দুইদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ফেরেন।

অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন গত কয়েক বছর ধরে। এজন্য তাকে বিভিন্ন সময়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্টসহ নানা রোগে ভুগছেন।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি। ওই সময়ে তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দিয়েছিল। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

;

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের পথে খালেদা জিয়া



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের পথে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের পথে খালেদা জিয়া

  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। 

বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশানের বাসভবন থেকে রওয়ানা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান-২ এর বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

;