বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে হামলা: ইবির তীব্র নিন্দা

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দুষ্কৃতিকারীদের ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদ।

শনিবার (১৮ নভেম্বর) ইবি শাখা বঙ্গবন্ধু পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন এক বিবৃতিতে বলেন, গত বৃহস্পতিবার রাতে বিএনপি-জামাতের অযৌক্তিক হরতালের মধ্যে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যারা হঠাৎ ককটেল ছুঁড়ে মেরেছে তারা স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি বলে আমরা মনে করি।

বিজ্ঞাপন

এ ধরণের চোরাগুপ্তা হামলার মতো হীনমন্য কার্যক্রমের মাধ্যমে তারা জনগণের মনোযোগ আকর্ষণের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উপর আকস্মিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।