আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন রাষ্ট্রপতির ছেলে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরশাদ আদনান রনি

আরশাদ আদনান রনি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনি।

রোববার (১৯ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গাফফারী রাসেল। বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরশাদ আদনান রনি আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য এবং সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা।

উল্লেখ্য, শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা, যা চলবে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত। 

বিজ্ঞাপন