দশম দফার কর্মসূচি: রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বুধবার ও বৃহস্পতিবার। সকাল থেকে শুরু হতে যাওয়া এই অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় এ মশাল মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে গত ২৯ অক্টোবর থেকে দফায় দফায় কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি ও তার সমমনা দলগুলো।

তারই অংশ হিসেবে সোমবার জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ফের দশম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

এসময় তিনি ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে গুম-খুন, গ্রেফতার নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানান।