জামালপুরে বিএনপি নেতা রুমেল গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরে নাশকতার পরিকল্পনার মামলায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের দেওয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল গ্রেফতার এড়াতে শহরের দেওয়ানপাড়া তার এক মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বার্তা২৪.কমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতেই তার এক মামার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন