আসন বাড়াতে পুনরায় আলোচনার আহ্বান জানিয়েছেন ইনু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের জন্য আসন বাড়াতে পুনরায় আলোচনার আহ্বান জানিয়েছেন ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণ আজাদী লীগ আয়োজিত এক আলোচনা সভা শেষে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, 'আমরা বিনয়ের সঙ্গে আসন পুনর্বিবেচনার দাবি করেছি। আমরা বলেছি যে ৭ টি আসনের প্রস্তাব করা হয়েছে সেটা আর একটু বাড়ানো দরকার এবং জোটের প্রার্থীর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের মধ্যে দিয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করার আহ্বান জানিয়েছি। আমরা আমির হোসেন আমুর প্রস্তাবকে প্রাথমিক প্রস্তাব হিসেবে গ্রহণ করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছি।' 

গণমাধ্যমকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন শরিকদের জন্য আর আসন বাড়ানো এবং স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করাও সম্ভব নয়। এ বিষয়ে আপনার মতামত কি? জবাবে তিনি বলেন, 'দলের সমন্বয়ক আমির হোসেন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদা তাদের কথা বলেছেন। প্রস্তাবটির পুনর্বিবেচনার দাবি জানিয়ে আমরা আমাদের কথা বলেছি।' 

বিজ্ঞাপন

যদি সমঝোতা না হয় তাহলে কি করবেন? জবাবে ইনু বলেন, 'পুনর্বিবেচনার কি ফলাফল হয় দেখা যাক। তারপর আমরা উত্তর দিব।' 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এক প্রশ্নের জবাবে বলেন, 'আওয়ামী লীগের সাথে ১৪ দলের আলাপ আলোচনা চলছে এবং একটা সমঝোতার দারপ্রান্তে এসে আমরা পৌঁছেছি। মর্যাদার সাথে আমরা এ বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। এটা নিয়ে কোনো ধরনের কথা এখনো আমাদের সাথে হয়নি। বিনয়ের সাথে যে কথাটি উত্থাপিত হয়েছে এটাতো আলোচনা করার বিষয় থাকতেই পারে। সময় এখনো আছে, তবে আমি মনে করি আমাদের দলের পক্ষ থেকে এটা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। তবে আলোচনা আমাদের আগামী দিনেও চলবে।'


তিনি আরও বলেন, 'এখানে সুনির্দিষ্ট বিষয় এবং সিট নিয়ে ১৪ দলের সাথে কোনো আলোচনা হয়না। আলোচনাগুলো হয় নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী বিজয়ের লক্ষ্যে। কোন প্রার্থী নির্বাচনে বিজয় অর্জন করবে এই সম্ভাব্যটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। সেই বিবেচনায় নানা ধরনের জরিপ এবং আমাদের কাছে যেসব তথ্য উপাত্ত আছে সেগুলোর ভিত্তিতেই ১৪ দলের আসন বণ্টন বরাদ্দ করা হয়েছে।' 

জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বলেছেন তাদের সাথে আসন নিয়ে বৈষম্য করা হয়েছে এই প্রশ্নের জবাবে বাহা উদ্দিন নাছিম বলেন, 'আমাদের সাথে তো তাদের আজকে বৈঠক আছে। আজকেও আমরা বিকেলে বসবো। সেখানে আলাপ আলোচনা হবে এবং আমরা একটা জায়গায় সুন্দর করে পৌঁছাতে পারবো। এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। অনেকে অনেক কথা বলবেই তবে সবকিছুর পরেও ইতিবাচকভাবে আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। উৎসবমুখর পরিবেশ হবে।'