‘নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

‘সরে যাওয়া প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

‘সরে যাওয়া প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘যারা দলকে না জানিয়ে নির্বাচন থেকে সরে গেছে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর সদর উপজেলার পানবাড়ি বাজারে লাঙল মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আমাদের রাজনীতি মুদ্রার এপিট-ওপিট নয়, আওয়ামী লীগ বিএনপিও নয়। এটা একটা সত্যিকারের রাজনীতি। যদি আমরা এগিয়ে নিতে পারি, হয়ত দেশের জনগণ আবার আমাদেরকে মূল্যায়ন করবে। কিন্তু নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থী হয়ে আবার যারা সরে যাচ্ছেন তাদের উচিত দলের সঙ্গে যোগাযোগ করা। যারা দলকে না জানিয়ে নির্বাচন থেকে সরে গেছে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
এদিন তিনি সদরের শিবের বাজার এবং মমিনপুর বাজারেও নির্বাচনী পথসভায় অংশ নেন।