জাতীয় পার্টির চরম ক্ষতি করেছে আওয়ামী লীগ: জিএম কাদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় পার্টির চরম ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, ৭ জানুয়ারি ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়িয়েছে । তারা (আওয়ামী লীগ) এটা ইচ্ছে করেও করতে পারে, আবার ভুলেও হতে পারে। এই বিভ্রান্তি নির্বাচনে আমাদের ক্ষতি করেছে। মানুষ আমাদের সম্পর্কে ভুল মেসেজ পেয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বনানী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, এরশাদের আদর্শ নিয়ে অনেকে দল করতে পারেন। আলাদা দল বানাতে পারেন। কিন্তু জাতীয় পার্টি একটাই, এই দল ভেঙে নতুন দল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আমাদের রাজনীতি টিকিয়ে রাখতে হলে দলে সংস্কার অপরিহার্য।

বিজ্ঞাপন

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি আজ ঐক্যবদ্ধ, শক্তিশালী। আমরা জাতীয় সংসদে সাচ্চা বিরোধী দলের ভূমিকা রাখব। জনগণের সমস্যার কথা তুলে ধরব। সরকারের গঠনমূলক সমালোচনা করব।

বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এই অনুষ্ঠানে দলের ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের, উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সংবর্ধনা জানানো হয়।