‘সরকার বিদেশিদের হুমকি দিয়ে তাদের কাছেই সাহায্য চায়’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, এই সরকার কিছু সময় বিদেশিদের হুমকি দেয়। আবার পরে তাদের কাছে গিয়ে সাহায্য চায়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে সদ্য কারামুক্ত বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হককে দেখতে রাজধানীর পল্লবীতে তার বাসায় গিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির বিদেশিদের কাছে ধরনা দেয়— ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে মঈন খান বলেন, সরকার কি বিদেশিদের সঙ্গে কথা বলে না? বিদেশিদের সঙ্গে কথা বলবে না কেন। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে বলা হয়েছে— সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। কাজেই আজকে বিএনপি বিদেশিদের সঙ্গে কথা বললে অপরাধ কী, এটাই তো বুঝতে পারছি না।

সাবেক এই মন্ত্রী বলেন, সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ৭ জানুয়ারির নির্বাচনে সহযোগিতা করার জন্য আমাদের প্রতিবেশী বন্ধু দেশকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন