জাপা আর রাজা-রানীর দল নয়: ফিরোজ রশীদ
জাতীয় পার্টির (রওশন) নবনির্বাচিত নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, জাতীয় পার্টি আর রাজা-রানীর দল নয়। এখন কারো একক ইচ্ছায় পার্টি চলবে না, সংখ্যাধিক্যের মতামতের প্রেক্ষিতে দল চলবে।
শনিবার (৯ মার্চ) আইইবি চত্ত্বরে জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলনে গঠনতন্ত্র সংশোধনীর পর দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় কাউন্সিল। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
গত ২৮ জানুয়ারি রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেন। একইসঙ্গে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন। এরপর ৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিল আহ্বান করেন। তারই ধারাবাহিকতায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ফিরোজ রশীদ গঠনতন্ত্র সংশোধনীকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, আজকে ইতিহাস সৃষ্টি হয়েছে। নতুন গঠনতন্ত্র ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে। আপনারা যারা অনুমোদন করলেন তারাও ইতিহাসের অংশ হয়ে গেলেন।
কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, এই কাউন্সিল দল ভাঙার নয়, ঐক্য গড়ার কাউন্সিল। সকলকে নিয়ে রাজনীতি করা হবে। হ্যা কিংবা না বলার অধিকার থাকবে। নেতাকর্মীরা যেভাবে চাইবেন সেভাবে দল চলবে। দলকে সারা দেশে সংগঠিত করা হবে।
ফিরোজ রশীদ জিএম কাদেরের সমালোচনা করে বলেন, রাজনীতি হঠাৎ করে করা যায় না। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছি, ছয় দফার জন্য জেল খেটেছি। আপনি প্রথমে বললেন নির্বাচন করবেন না। এরপর বললেন ১০০ আসনের কম দিলে কোন সমঝোতা করবেন না। অথচ স্ত্রীর আসন নিয়ে আওয়ামী লীগের পদতলে গেলেন, এভাবে একটি দল চলতে পারে না।
তিনি বলেন, একজন হিজড়ার সঙ্গে (রংপুর-৩ আসন) জিতে খুব লাফালাফি করছেন। সাহস থাকলে হুসেইন মুহম্মদ এরশাদের মতো রংপুরের ৫টি আসনে ভোট করেন, তারপর বুঝবো আপনার জনপ্রিয়তা। দালালি করলে মানুষ ভালো চোখে দেখেন না।
সম্মেলনে রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান পদে কাজী ফিরোজ রশীদ, সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশীদ।
কো-চেয়ারম্যান করা হয়েছে সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, রাহগীর আল মাহি সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়কে।