কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কেন্দ্রীয় ১৪ দলের সভা আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

   

শতাধিক গাড়ি নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিখিল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
শতাধিক গাড়ি নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিখিল

শতাধিক গাড়ি নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিখিল

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন হলো আজ শুক্রবার। ক্ষমতাসীনদের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক গাড়িতে নেতাকর্মীদের নিয়ে হাজির হোন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

শুক্রবার (২১ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দীতে। এ শোভাযাত্রায় প্রায় দুই শতাধিক গাড়ী বহর নিয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য যোগ দেন। এমপি নিখিলের আনন্দ শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডী-৩২ নাম্বারে গিয়ে শেষ হয়।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

;

কাঁচা চামড়া রফতানির সুযোগ দেওয়ার দাবি গণতন্ত্রী পার্টির



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
কাঁচা চামড়া রফতানির সুযোগ দেওয়ার দাবি গণতন্ত্রী পার্টির

কাঁচা চামড়া রফতানির সুযোগ দেওয়ার দাবি গণতন্ত্রী পার্টির

  • Font increase
  • Font Decrease

গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যুক্ত বিবৃতিতে সরকারের প্রতি কাঁচা চামড়া রফতানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২১ জুন) বিবৃতিতে তারা বলেন, এ বছর ঈদ -উল আজহার কোরবানির বিভিন্ন ধরনের পশুর চামড়ার যুক্তি সংগত মূল্য সরকার নির্ধারণ করে দিয়েছিলেন। সাধারণ মানুষ সরকারি মূল্য তালিকা দেখে আশায় বুক বেঁধে ছিলেন যে, এবার হয়ত কোরবানি দাতাগণ কাঁচা চামড়ার ন্যায্য মূল্য পাবেন, যা দেশের গরীব-দু:খী মানুষ এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কাঁচা চামড়ার বিক্রয় মূল্য দ্বারা উপকৃত হবে।

কিন্তু গণতন্ত্রী পার্টি অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছে যে, ব্যবসায়ী সিন্ডিকেট এবং তাদের নিয়ন্ত্রিত মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে এ বছর বিক্রেতা পর্যায়ে কাঁচা চামড়ার সরকার নির্ধারিত মূল্য থেকে অনেক কম মূল্যে বিক্রয় হয়েছে। এমনকি নাম মাত্র মূল্য না পাওয়ার কারণে দেশের বহু স্থানে কাঁচা চামড়া মাটির নীচে পুঁতে ফেলছে বলে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকেও খবর প্রকাশিত হয়েছে।

এই অবস্থায় গণতন্ত্রী পার্টির পূর্বেকার দাবী অনুযায়ী যদি আংশিক কাঁচা চামড়া রপ্তানীর সুযোগ থাকত তাহলেও প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হওয়ার কারণে ন্যায্য মূল্যে বা উপযুক্ত মূল্যে কাঁচা চামড়া বিক্রয় হতো। কাজেই দেশের স্বার্থে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির স্বার্থে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার জন্য গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে সরকারের নিকট জোর দাবী জানানো যাচ্ছে।

;

সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে: আমির খসরু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে বিদেশে ঘুরে চুক্তি করে দেশের লাভ হবে না।

শুক্রবার (২১ জুন) আমেরিকা থেকে প্রায় দেড় মাস পর ঢাকায় পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল প্রসঙ্গে এক প্রশ্নে আমির খসরু বলেন, দলের রদ বদলের সাথে আন্দোলনের কোনও সম্পর্ক নাই। এটি সাংগঠনিক প্রক্রিয়ার অংশ।

;

১৬ মাস পর কারামুক্ত হলেন যুবদল নেতা নীরব



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রায় ১৬ মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

শুক্রবার (২১ জুন) বিকাল ৩টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ সময় বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী কারাফটকে সাইফুল আলম নীরবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

২০২৩ সালের ৩ মার্চ রাজধানীর কারওয়ান বাজারের রেলগেট থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটকের পর বিভিন্ন মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় ৪ দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

সাতটি মামলায় আদালত সাইফুল আলম নীরবকে সাড়ে ২১ বছরের সাজা দেন বলে জানিয়েছেন তার আইনজীবী ইনজামুল হক সুমন।

;