রাজধানীর পর বিভাগীয় শহরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি
ঢাকায় সমাবেশের পর এবার বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। দলটির চেয়ার পার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (০১ জুলাই) দেশের ৮ বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের বিএনপির নেতা-কর্মীরা সমাবেশ করবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার (২৮ জুন) বিকেলে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি। সে অনুযায়ী ২৯ জুন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যাযালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইতিমধ্যে বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি নিয়েছে বিভাগীয় শহরের নেতা কর্মীরা। সমাবেশ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। স্থানীয় পর্যায়ে সক্রিয় হচ্ছেন নেতাকর্মী।
রংপুর ও চট্টগ্রাম এর প্রতিনিধিদের দেওয়া তথ্য মতে, চট্রগ্রাম নগরীর নছিমন ভবনের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে মহানগর বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরি। সেখানে চট্রগ্রাম জেলার উপজেলাগুলো থেকে বিপুল নেতা-কর্মী সমাগমের প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতা কর্মীরা।
চট্রগ্রাম মহানগর বিএনপির দফতর সম্পাদক ইদ্রিস আলী বার্তা২৪.কম-কে বলেন, আগামীকাল সমাবেশের সকল প্রস্তুতি শেষ। পুলিশকে অবহিত করা হয়েছে। থানা ও উপজেলাগুলো থেকে নেতাকর্মীরা আসবে। আশাকরি ব্যাপক নেতা-কর্মী আসবে কালকের সমাবেশে।
এছাড়া একই দিনে রংপুর মহানগরে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সেখানেও বেশ নেতা-কর্মীর সমাগম করতে চায় রংপুর মহানগরের নেতা কর্মীরা।
এদিকে সিলেট, বরিশাল ও খুলনা বিভাগেও চলছে সমাবেশের ব্যাপক প্রস্তুতি। নেতা-কর্মীরা বলছে দীর্ঘদিন পর সমাবেশের কারণে তারা বেশ উচ্ছ্বসিত। শান্তিপূর্ণ সমাবেশ পালনে পুলিশের অনুমতি চেয়েছে বিভাগ গুলোর নেতাকর্মীরা।