ছাত্র সমাজকে অভিনন্দন জানিয়েছেন ফিরোজ রশীদ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফিরোজ রশীদ

ফিরোজ রশীদ

বিজয় অর্জনের জন্য ছাত্র সমাজকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (রওশন) নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ।

সোমবার (৫ আগস্ট) এক বিবৃতিতে ঐতিহাসিক বিজয় অর্জনের জন্য ছাত্র সমাজকে অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে ফিরোজ রশিদ বলেন, এদেশে ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আজ শুধু পদত্যাগই নয়, দেশ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে। 

তিনি বলেন, ছাত্রদের যৌক্তিক কোটা আন্দোলন দমনের নামে ফ্যাসিস্ট সরকার দেশে গণহত্যা চালিয়েছে। তারা ভুলে গিয়েছিল ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। এই নারকীয় হত্যাযজ্ঞ যারা ঘটিয়েছে তাদেরসহ পদত্যাগী সরকারের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

বিজয়ী ছাত্র-জনতাকে ধৈর্য ধরতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতার আহবান জানান।