আ.লীগের মতো সংবিধান লঙ্ঘনকারী দল আর নেই: গয়েশ্বর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এ দেশের জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে গিয়েই সংহতি দিবস।একাত্তরে আপামর জনগোষ্ঠী সবাই মিলে যুদ্ধ করার পর আওয়ামী লীগ কিসের ভিত্তিতে সরকার গঠন করলো? বাহাত্তরের সংবিধান লঙ্ঘন করেছে আওয়ামী লীগ। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। যুগে যুগে আওয়ামী লীগের মত সংবিধান লঙ্ঘনকারী দল আর নেই।

সোমবার (৪নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গয়েশ্বর বলেন, সর্বস্তরের মানুষ দেশ স্বাধীন করলো আর সরকার গঠন করলো আওয়ামী লীগ। বাহাত্তরে তারা যে সংবিধান লেখে তারা কি সেই সংবিধান মেনে চলেছে? চুরি, ডাকাতি, রাহাজানি, ব্যাংক ডাকাতি, নারী নির্যাতন এসব কি সংবিধানে লেখা ছিলো? তারাই বাহাত্তরের সংবিধান লঙ্ঘন করেছে। তারাই সংবিধান লঙ্ঘন করে একদলীয় শাসন কায়েম করে।

জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের স্যালুট জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশে গঠন করার ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে যার যেটুকু করা উচিত, সেটুকু করলে দেশের মানুষ খুশি হবেন। দেশের জনগণ নির্বাচন চায়, বিএনপিও নির্বাচন চায়। কোনো হঠকারি সিদ্ধান্ত শান্তি বয়ে আনে না। জিয়াউর রহমান সকল নিষিদ্ধ রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। বাকশালী আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ দেন। জিয়াউর রহমান আওয়ামী লীগের সেকেন্ড নেতা। প্রথম নেতা আব্দুল হামিদ খান ভাসানী।

বিজ্ঞাপন

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্য দিয়ে ক্ষমতায় নিরঙ্কুশ করার ফলাফল কখনো ভালো কিছু বয়ে আনে না জানিয়ে তিনি বলেন, যাদের নিষিদ্ধ ঘোষণা করব, তারাই তো নিজেরাই নিজেদের নিষিদ্ধ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটা বিবৃতি দেয়ার লোক নাই, স্লোগান দেয়ার লোক নাই।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।