দ্রুত নির্বাচন দিয়ে সম্মান নিয়ে নিজ পেশায় ফিরে যান: মান্না
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে মানসম্মান নিয়ে নিজ নিজ পেশায় ফিরে যেতে বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টাদের উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার এমন একটা নির্বাচনের ব্যবস্থা করুক যেটা সবাই গ্রহণ করতে পারে। সেই নির্বাচনে এমন একটি সরকার গঠিত হয় যে এই দেশের গণতন্ত্র নির্মাণ করতে পারে। তাই সরকারকে অনুরোধ করবো যত তাড়াতাড়ি পারেন নির্বাচনের ব্যবস্থা করে মানসম্মান নিয়ে আবার জনগণের কাতারে অথবা নিজে নিজ পেশায় ফিরে যান। আপনাদের সাফল্য কামনা করি।
দেশ এখন একটা ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে তিনি বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে ১৫-১৬ বছরের লড়াইয়ের পর ফ্যসিবাদকে পরাজিত করে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত করেছি অন্তর্বর্তী সময়ের জন্য। অন্তর্বর্তী সরকার মানে হলো, একটা সরকার চলে গেছে আরেকটা সরকার আশা পর্যন্ত যে সময় সেই সময় পর্যন্ত তারা দেশ চালাবেন, নির্বাচনের ব্যবস্থা করবেন এবং পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পার হয়েছে। ১০০ দিনের মধ্যে এই সরকার অনেক না হলেও কিছু বড় কাজ করেছেন। যেমন রিজার্ভ, ব্যাংকের সংকট আগের তুলনায় ভালো হয়েছে। কিন্তু জিনিসের দাম কমাতে পারেন নাই। দেশে মানুষের চাকরির ব্যবস্থা করতে পারেননি। ১০০ দিনের মধ্যেই করতে হবে তেমন কথা নেই কিন্তু তার চেয়ে বড় কথা আমরা বলেছিলাম, যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হলাম তাদের পরিবার যাতে স্বচ্ছলভাবে চলতে পারে তার ব্যবস্থা করেন। যারা এখনও কাতরাচ্ছে আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।