ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়েতের নিন্দা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে মুসল্লি নিহত, জামায়েতের নিন্দা

ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে মুসল্লি নিহত, জামায়েতের নিন্দা

ভারতের উত্তর প্রদেশের সামভালে মুঘল আমলের একটি জামে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ৪ জন মুসল্লি নিহত ও অনেক মুসল্লি আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

সোমবার (২৫ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, “ভারতের উত্তর প্রদেশের সামভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে হিন্দুরা পূর্বে মন্দির ছিল দাবী করে সেখানে জরিপ চালাতে গেলে মুসলমানগণ বাধা দিলে পুলিশের গুলিতে ৪ জন মুসল্লি নিহত ও অনেক মুসল্লি আহত হয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই মুসলমানদের মসজিদ ও মাদ্রাসা ধ্বংস করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেই চলেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মসজিদের স্থানে পূর্বে মন্দির থাকার মিথ্যা দাবী জানিয়ে মসজিদ ধ্বংস করার চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে। মুসলমানদের মসজিদ ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে বিজেপি সরকার জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকার লঙ্ঘন করেছে। ভারত সরকারের এহেন গর্হিত অন্যায় কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলমানগণ উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

মুসলমানদের মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমি বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ভারতের মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকারে ভারত সরকারের হস্তক্ষেপ করার প্রতিবাদ জানানোর জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”