ভারতীয় দূতাবাস অভিমুখে যুবদল-ছাত্রদলের পদযাত্রা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে পদযাত্রা শুরু করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে নেতাকর্মীরা ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করে।

বিজ্ঞাপন

পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও দলীয় স্লোগান দিয়ে নাইট এ্যাঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ের দিক থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন