নিজেকে যোগ্য করে তুলতে পারলেই মনোনয়ন মিলবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, নিজেকে যোগ্য করে তুলতে পারলেই মনোনয়ন মিলবে বিএনপির।
রোববার (৮ ডিসেম্বর) রংপুর নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জন সম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের কর্মী হিসেবে সবচেয়ে বড় পুঁজি হল জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা। যারা ১৫ বছর জোর করে ক্ষমতায় টিকে ছিল তারা এখন নেই, তার কারণ জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা হারানো।
তিনি বলেন, বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে তা ধরে রাখতে হবে, এটি ধরে রাখতে সবাইকে চেষ্টা করতে হবে। আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই। যেখানে সবাই মতামত প্রকাশ করতে পারবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত ১৫ বছরে যেসব নেতাকর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পাশে সবসময় থাকবে বিএনপি। আমি ৩১ দফা পৌঁছে দেবো মানুষের দ্বারে দ্বারে।
সকাল ৯টা থেকে রংপুর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে শুরু হয় এই কর্মশালা। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। উপস্থিত ছিলেন বিএনপির রংপুর জেলা, মহানগর ও বিভাগীয় নেতাকর্মীরা। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মওদুদ হোসেন আলমগীর। এ সময় তিনি ৩১ দফা দাবি বিস্তারিত নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন।