ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে তাদের এই সাক্ষাৎ হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি বৃটিশ পার্লামেন্টের একজন সদস্য বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৃটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদলিপি হাইকমিশনারের নিকট হস্তান্তর করা হয়।

সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।