স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্রের বীজ বুনছে: শামসুল ইসলাম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নিলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রের বীজ বুনে যাচ্ছে। তারা একের পর এক ষড়যন্ত্র রচনা করছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপজেলা সহ-সভাপতি আবেদ শাহ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মাসুম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- সংগঠনের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, জেলা প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, জেলা সভাপতি ইউসুফ বিন আবুবকর ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।
আরও বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ কুতুব উদ্দিন শিবলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আ.ন.ম শামসুল ইসলাম বলেন, স্বৈরাচারের দোসররা তাদের দুর্নীতি আড়াল করতে সচিবালয়ে আগুন দিয়েছে। কিন্তু ছাত্র জনতা এখনও সজাগ। তারা বাংলার মাটিতে স্বৈরাচার ও তাদের দোসরদের বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।
তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। শ্রমিকদের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করে দেশকে পঙ্গু করেছে। শ্রমিকদেরই এখন দেশের দায়িত্ব নিতে হবে। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এ সময় এস এম লুৎফর রহমান বলেন, সীতাকুণ্ড ভারী শিল্প এলাকা। এখানকার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা কমিটিকে কাজ করতে হবে। শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে।