ঢাকায় পৌঁছেছে খালেদা জিয়ার বিশেষ বিমান

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য ঢাকায় পৌঁছেছে কাতার আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স। 

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, মঙ্গলবার (৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া। 

বিজ্ঞাপন

এর আগে রোববার (৫ জানুয়ারি) বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ফিরোজায় সাক্ষাৎ করে এ কথা জানিয়েছেন তিনি। একইসাথে ঐক্য ধরে রাখার লক্ষ্যে সকলকে এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।