আবরার হত্যা: আসামিপক্ষের আইনজীবীকে বহিষ্কার করল বিএনপি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী, ছবি: সংগৃহীত

অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী, ছবি: সংগৃহীত

বিএনপিপন্থী আইনজীবী সংগঠন ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ এর সদ্য গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের আইনি সহায়তা দেওয়ার পরই মোর্শেদা খাতুন শিল্পীকে বহিষ্কার করে দলটি।

বিজ্ঞাপন

বুধবার (৯ অক্টোবর) রাত দেড়টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তার কোনও সম্পর্ক থাকবে না।

বিজ্ঞাপন

গত ৩ অক্টোবর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বহিস্কৃত মোর্শেদা খাতুন শিল্পী এ কমিটির সদস্য।