৫-১০ বছর পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থাকবে না: মান্না

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

‘বিজয় ২০১৯ এবং বর্তমান’ শীর্ষক আলোচনা সভা

‘বিজয় ২০১৯ এবং বর্তমান’ শীর্ষক আলোচনা সভা

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, পৃথিবীর কয়টা দেশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আছে? অনেক দেশ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে কিন্তু সব দেশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নাই। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি ৫-১০ বছর পরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নামে কোনো মন্ত্রণালয় থাকবে না।

বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘বিজয় ২০১৯ এবং বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মান্না বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করায় মনে হয়েছে এই মন্ত্রণালয় এবং সরকার নষ্ট হয়ে গেছে। কোন যাচাই-বাছাই ছাড়া মন্ত্রণালয়ের এমন তথ্য প্রকাশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন