হামলার শিকার রিজভী, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে ভর্তি রিজভী/ ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি রিজভী/ ছবি: সংগৃহীত

ডিএনসিসি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হামলার পর আহত অবস্থায় তিনি কাকরাইলের সেন্ট্রাল ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রচারণার শেষ দিন বিকেলে কাওরান বাজারে প্রচারণায় গিয়ে তিনি এ হামলার শিকার হন। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন নেতাকর্মীও আহত হন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো সিনিয়র যুগ্ম মহাসচিব চিকিৎসাধীন রয়েছেন।

আহত রিজভী সাংবাদিকদের জানান, আমরা নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পক্ষে মিছিল করছিলাম। এ সময় সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি কিছু বুঝে ওঠার আগেই হামলার মুখে রাস্তায় পড়ে যাই। পায়ে ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছি। অনেক রক্ত ঝরেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রচারণায় রিজভীর সঙ্গে স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, মোর্শেদ অংশ নেন।