টেলিসেবা নিতে চিকিৎসকদের তালিকা প্রকাশ করলো আ.লীগ
চীনের উহান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ক্রমান্বয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বাংলাদেশেও রয়েছে এ মহামারির প্রভাব। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেওয়া তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন এবং মৃত্যু পাঁচজন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।
দেশের এই ক্রান্তিলগ্নে প্রয়োজনবোধে পরামর্শ নিতে নম্বরসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের এই ক্রান্তিলগ্নে প্রয়োজনবোধে পরামর্শের জন্য প্রকাশিত তালিকার চিকিৎসকদের টেলিসেবা নেওয়ার আহ্বান জানানো যাচ্ছে। কোন কারণে ফোন কলে যোগাযোগ ব্যর্থ হলে মোবাইল ম্যাসেজে নিজের পরিচয় প্রকাশের মাধ্যমে যোগাযোগের অনুরোধ করা হলো।
প্রকাশিত চিকিৎসকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন